Wellcome to National Portal
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ সেপ্টেম্বর ২০২২

‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ সহায়তা, অনুদান প্রদান ও মত বিনিময়’ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়


প্রকাশন তারিখ : 2022-09-27

২৪-০৯-২০২২ তারিখ সকাল ৯:০০ মি. বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের এর সভা কক্ষে ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ সহায়তা, অনুদান প্রদান ও মত বিনিময়’ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় অনুদান, বিশেষ প্রকল্প, বন্যা পরবর্তী পুনর্বাসন ও সিএমএসএমই খাত উজ্জীবন ঋণ কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনএফ এর ৩৩টি সহযোগী সংস্থাকে ৫ কোটি ৩৪ লক্ষ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রেজাউল আহসান, চেয়ারম্যান, বিএনএফ। উপস্থিত ছিলেন ড. জিল্লুর রহমান এনডিসি, ব্যবস্থপনা পরিচালক, বিএনএফ, জনাব এস. এম ইব্রাহিম হোসাইন, পরিচালক, বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি ও বিএনএফ এর কর্মকর্তাবৃন্দ ও ৩৩টি সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ।