Wellcome to National Portal
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ সেপ্টেম্বর ২০২২

বিএনএফ এর চেয়ারম্যান হিসেবে জনাব মোঃ রেজাউল আহসান এর যোগদান


প্রকাশন তারিখ : 2022-09-27

জনাব মোঃ রেজাউল আহসান ১৪ জুন ২০২২ তারিখে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের আগে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৯ সালে (৮ম ব্যাচ) বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন। সরকারি চাকুরিতে যোগদানের পর দীর্ঘ বছরেরও বেশি সময় তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন। তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসক কুমিল্লা, মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি সচিব হিসেবে দায়ত্ব পালনকালে গোপালগঞ্জের কোটালিপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুরের শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি এবং রংপুরে রংপুর পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করেন।

তিনি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন এবং সমবায়ের মাধ্যমে গ্রামের সুবিধাবঞ্চিত , অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘বঙ্গবন্ধু মডেল গ্রাম’ প্রতিষ্ঠায় পাইলট প্রকল্প গ্রহণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

জনাব মোঃ রেজাউল আহসান পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগসহ এর আওতাধীন প্রতিটি দপ্তর / সংস্থার কার্যক্রম ডিজিটাইজট করার জন্য ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস কার্যক্রম হাতে নেন, যার বাস্তবায়ন কার্যক্রম সমাপ্তির পথে রয়েছে।