Wellcome to National Portal
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ সেপ্টেম্বর ২০২২

বিএনএফ পরিচিতি

দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, স্যানিটেশন সহায়তা, পরিবেশ সুরক্ষা, কৃষি ও অকৃষি কার্যক্রম এবং পশ্চাদপদ বা অনগ্রসর জনগোষ্ঠীর সামর্থ্য উন্নয়ন বিশেষভাবে নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিভিন্ন প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীকে সেবা ও সহায়তা কাঠামোর সাথে যোগাযোগ সৃষ্টির মাধ্যমে তাদেরকে উন্নয়নের মূল ¯্রােতে আনয়নের লক্ষ্যে কর্মরত এনজিওগুলোকে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) সরকারি রেজুলিউশনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে কোম্পানী আইনের আওতায় রেজিষ্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস কর্তৃক ফাউন্ডেশনটি নিবন্ধিত হয়। বর্তমানে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে স্ব-শাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করে একটি টেকসই পৃথিবী গড়ে তুলতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে কর্মরত সহযোগী এনজিওদের নিয়ে কাজ করছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন  এর দেশব্যাপী ছড়িয়ে আছে ১১২০টি সহযোগী সংস্থা। ফলে সারাদেশে বিএনএফ এর শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে। এসডিজির ১৭টি গোলের মধ্যে ৯টি গোল নিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন কাজ করছে। বাংলাদেশ সরকারের নির্দেশনায় নভেল করোনা ভাইরাস  (কোভিড-১৯) এর প্রভাব মোকাবেলায় দেশের অর্থনীতিকে সচল রাখতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় কাজ করছে। সরকারের দিক-নির্দেশনা, সুশাসন, দুর্নীতিমুক্ত অবস্থান, সাধারণ পরিষদ, পরিচালনা পরিষদের সার্বক্ষণিক সজাগ দৃষ্টি, কার্যকরী সহযোগিতা ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ বিএনএফ এর কার্যক্রম সুষ্ঠু ও তরান্বিত করতে সহায়ক হয়েছে।